নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে। ফলে আমদানি কমে যাওয়ায় মসলাপণ্যটির দাম একলাফে ৬০ টাকা বেড়েছে। দেশের বাজারে চাহিদা বাড়তি থাকায় দাম ক্রমাগত বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন, দেশের চাহিদার সিংহভাগ জিরা আসে ভারত থেকে। বর্তমানে ভারতের বাজারে জিরার দাম আগের তুলনায় বেশি। তার ওপর ডলারের দাম রেকর্ড উচ্চতায় উঠার কারণে জিরার দাম বেড়েছে। এসব কারণে পণ্যটি আমদানি করে লোকসান গুনতে হচ্ছে। এ কারণেই আমদানিতে আগ্রহ কম। অন্যদিকে পেঁয়াজ, আদা-রসুনের দামও বেড়েছে।

পড়তে পারেন: ভারত থেকে ২ কোটি ৪১ লাখ টাকার জিরা আমদানি

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এ স্থলবন্দরে দিয়ে জিরা আমদানি হয়েছে ৫২৪ টন, যার মূল্য ৯ কোটি ৩৬ লাখ টাকা। আমদানীকৃত জিরা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ২ লাখ টাকা। গত অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছিল ৮৭৫ টন।

আমদানীকৃত এসব জিরার মূল্য ১৪ কোটি ৬ লাখ টাকা। যেখানে সরকারের রাজস্ব আয় হয়েছিল ৭ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে পণ্যটির আমদানি অন্তত ৩০ শতাংশ বেড়েছে। এদিকে আমদানি কমে যাওয়ার কারণে সাতক্ষীরার বাজারে জিরার দাম দুই সপ্তাহের ব্যবধানের কেজিতে ৫০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে।

ভোমরা স্থলবন্দরের জিরা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, সম্প্রতি ভারতে জিরার দাম বাড়ায় আমদানি কমিয়ে দিয়েছি।

পড়তে পারেন: চোরাই পথ বন্ধ, বন্দর দিয়ে ঢুকছে ভারতীয় জিরা

সাতক্ষীরা জেলা শহরের সুলতানপুর বড় বাজারের মসলা ভাণ্ডারের স্বত্বাধিকারী আবুল কাসেম বলেন, আমদানি কমে যাওয়ায় জিরার দাম বেড়েছে। দুই থেকে তিন সপ্তাহ আগেও ভারতীয় জিরা প্রতি কেজি ৩৬০-৩৭০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন তা বেড়ে ৪০০-৪২০ টাকায় উন্নীত হয়েছে। ইরানি জিরার দামও বেড়েছে কেজিপ্রতি ৫০-৬০ পর্যন্ত। আবুল কাসেম জানান, ১৫ দিন আগেও তার প্রতিষ্ঠানে আমদানীকৃত ইরানি জিরা বিক্রি হয়েছে ৪৫০-৪৬০ টাকা কেজি দরে, তা এখন বিক্রি হচ্ছে ৫০০-৫১০ টাকায়।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার নেয়ামুল হাসান গণমাধ্যমকে বলেন, উকরযুক্ত যেসব পণ্য আমদানি হয় তার মধ্যে জিরা উল্লেখযোগ্য। গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় পণ্য আমদানি কিছুটা কমেছে।

এগ্রিকেয়ার/এমএইচ