রফিকুল ইসলাম, অতিথি লেখক, এগ্রিকেয়ার২৪.কম: এ এক অন্যরকম জীবনের গল্প। নদী শান্ত থাকুক কিংবা উত্তাল থাকুক, নামতে হবে নৌকা আর জাল নিয়ে। সঙ্গে তাঁর সহযোগী হয়ে থাকে সেই ছোট্র শিশুরা। যাদের বয়স এখন স্কুলে যাওয়ার।

কখন মাছ পড়ার সময়, কখন জাল ফেলতে হবে সব জানা নারীর। এর ওপর রান্নাবান্না, সন্তানদের দেখাশুনাও করতে হয়। নারীর কাঁধেই থাকে সংসারের ভার। ঝড়ের মৌসুমেও বিরাম নেই এদের।

ঝুঁকি নিয়েই নদীতে নামতে হয়। উন্নয়নের কোন ভাগে ফেলতে পারি! কিছুই তো ভাগ্যে জুটছে না। না সরকারি সহায়তা, না বেসরকারি সহায়তা। ভাসমান মানুষ বলে এর উপেক্ষিত। অথচ উপকূলে এদের সংখ্যা অনেক।

ছবিগুলো ভোলার ইলিশা ও তুলাতলী থেকে তোলা। ছবি তুলেছেন লেখক নিজেই।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮