টাঙ্গাইলে নমুনা শস্য কর্তন

কে এস রহমান, টাঙ্গাইল, এগ্রিকেয়ার২৪.কম: টাঙ্গাইলে নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত  এ শস্য কর্তন অনুষ্ঠান গত শুক্রবার (২৬ এপ্রিল) করটিয়া ইউনিয়নের গাড়াইল গ্রামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) ড. মো. আবদুল মুঈদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আবদুর রাজ্জাক, জেলা প্রশিক্ষণ অফিসার মো. আজহারুল ইসলাম সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন সদরের উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আরিফুর রহমান, নাগরপুরের উপজেলা কৃষি অফিসার বি এম রাশেদুল আলম, সদরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আবদুর রাজ্জাক, উপ সহকারী কৃষি অফিসার মো. নুরুল ইসলাম প্রমুখ।

টাঙ্গাইলে নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত অনুষ্ঠানে জানানো হয়, রাজস্ব খাতের অর্থায়নে মো. আবদুল লতিফের ব্রি ৭৪ জাতের স্থাপিত প্রদর্শনীতে শুকনা ওজনে ফলন হয়েছে হেক্টরে ৭ টন।

আরও পড়ুন: আধুনিক ও বাণিজ্যিক কৃষিতে প্রয়োজন বিনিয়োগ, খাদ্যপ্রক্রিয়াজাত, মূল্যসংযোজন