টানা বৃষ্টিতে কৃষিতে ক্ষতি
এগ্রিকেয়ার প্রতিবেদক: গতদুদিন ধরে টানা বৃষ্টির কারণে ধান, আলুসহ বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কা করছেন কৃষকেরা। বিশেষ করে বীজতলা ও রবি শষ্যের ক্ষতি বেশি হবে বলে ধারণা কৃষকদের। কৃষকেরা জানান, একটানা বৃষ্টির কারণে পাকা ধানের জমিতে পানি জমে যাচ্ছে। এতে ধানের কম ফলন পাওয়া যাবে, ধান কাটতেও সমস্যায় হবে।

টানা বৃষ্টিতে কৃষিতে ক্ষতি

এছাড়া বীজতলায় পানি জমার কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতে ধানের বীজের সঙ্কটে পরবেন তারা। রবি ফসল চাষীরা জানান, সরিষা, আলু, পিয়াজ, রসুনের জমিতে পানি বেশি সময় জমে থাকলে ব্যাপক ক্ষতি হবে। চলনবিল এলাকা সরেজমিনে দেখা যায় এসব কৃষকরা জমিতে জমে থাকা পানি সেচে কোনো রকমে ফসল ক্ষতির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন। জানা যায়, নিম্ন চাপের কারণে গতকাল হতে দেশব্যাপী একটানা বৃষ্টি হচ্ছে।