ঠাকুরগাঁও প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: ঠাকুরগাঁও সদর উপজেলার পুর্ব বেগুনবাড়ি খেকিডাঙ্গী গ্রামের এক বাগানের আমে পচন ধরেছে। সবুজ আম বিবর্ণ হয়ে ফেটে ঝরে পড়ছে। ধারণা করা হচ্ছে বালাই’নাশকের পার্শ্ব প্রতিক্রিয়ায় আমে এ পচন ধরেছে।

এতে ৩০ লাখ টাকার বেশি ক্ষতির শিকার হতে পারে তিন আম চাষির। আম চাষি আজাহারুল ইসলাম রাজা ও আরিফ হোসেন আপেল জানায়, ২৫ একর জমিতে গড়ে উঠা বাগানে বান্দিগৌরী, সূর্যপুরী, হিমসাগর, মিশ্রভোগসহ বিভিন্ন জাতে ১৬০টি আমগাছ আছে ।

প্রতিটি গাছে প্রচুর ফল আসে। কয়েকদিন আগে আমে অজ্ঞাত রোগ দেখা দিলে স্থানীয় কীটনাশক ডিলার মেসার্স এসএম ট্রের্ডাসের মালিক মমতাজুল ইসলামের পরামর্শে বক্সার, সুগারক্রপ, অর্পন, মিনডিও, ক্লোরাসিনসহ বেশকিছু বালাইনাশক প্রয়োগ করা হয়। এরপর থেকেই আমে পচন ধরে ঝরে শুরু করে।

এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে এমন দাবি ওই বাগানের  তিন ফল চাষির। অভিযোগ পেয়ে কৃষি বিভাগের বেগুনবাড়ি ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন ও উপজেলা কর্মকর্তা আনিছুর রহমান বাগান পরিদর্শন করেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, মাত্রাতিরিক্ত কীটনাশক স্প্রে করার কারনে আমের খোসায় পচন ধরেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছে না এসে কীটনাশক বিক্রেতাদের পরামর্শের কারনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

ঠাকুরগাঁও সদর উপজেলা কর্মকর্তা আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, এ পরিস্থিতি থেকে উত্তোরণে আমের বাগানে পানি স্প্রে করার পরামর্শ দেয়া হয়েছে।