নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১৩ স্থানে বসবে কোরবানির পশুর হাট। ঈদুল আজহা উপলক্ষে এসব অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৪ মে ২০২১) দক্ষিণ সিটি করপোরেশন সুত্রে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অস্থায়ী হাটগুলো হলো-

১. উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা,

২. হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা,

৩. পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা,

৪. মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা,

৫. লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ,

৬. কমলাপুর স্টেডিয়াম–সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা,

৭. দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা,

৮. ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব–সংলগ্ন আশপাশের খালি জায়গা,

৯. ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা,

১০.আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা,

১১. আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা,

১২. লালবাগের রহমতগঞ্জ ক্লাব–সংলগ্ন আশপাশের খালি জায়গা,

১৩. শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ড–সংলগ্ন খালি জায়গা, গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।

এছাড়াও দক্ষিণ সিটি এলাকার সারুলিয়া পশুর হাটেও কোরবানির পশু বেচাকেনা হবে।

ঢাকা দক্ষিণ সিটির ভেটেরিনারী কর্মকর্তা (অ. দা.) ড. এস এম শফিকুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, আমরা দুজন ডাক্তার আছি কুরবানির সময় প্রতিটি হাট পরিদর্শন করি। গরুর স্বাস্থ্য পরিক্ষা করা হয়। তাছাড়া সম্পূর্ণ বিভাগের দায়িত্বে আছে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ।

ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, করোনাকালীন সরকারি বিধি-নিষেধ মেনেই পশুর হাট পরিচালনা করা হবে। করোনা সংক্রমণ বেড়ে গেলে হাটের সংখ্যা কমতে পারে, তবে বাড়ানোর সম্ভাবনা কম। প্রাণিসম্পদ অফিস থেকেও সহায়তা নেওয়া হবে।

এগ্রিকেয়ার/এমএইচ