মুহ: মোফাকখারুল ইসলাম, (ঝিনাইদহ সদর) কৃষি অফিসার, এগ্রিকেয়ার২৪.কম: ঝিনাইদহ সদর উপজেলার দিগন্তজোড়া মাঠে মাঠে চলছে রোপা আমন ধান রোপনের মহা উৎসব। পরিশ্রমী কৃষক ভাইয়েরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে কাঁদা পানিতে তাঁদের স্বপ্ন রোপনে ব্যস্ত।

প্রকৃত বন্ধুর মত মাঠে দাড়িয়ে কৃষক ভাইদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে ঝিনাইদহ সদর কৃষি অফিস। অপরদিকে বৃষ্টি ভেজা মৃদুমন্দ হাওয়ার দোদুল দোলায় দুলছে আঁধাপাকা আউশ ধানের শীষ।

এ যেন স্বপ্নপূরনে আগমনী বার্তা !!! মেঠোপথের বাঁকে বাঁকে মাঝে মাঝে কৃষক ভাইদের সাথে চলমান কৃষি ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে কিছু কার্যকরী আলাপচারিতা হলো। যাহোক, সব মিলিয় মাঠে চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে তাই মন টা ভরে গেল।

চলতি মৌসুমে ঝিনাইদহ সদর উপজেলায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ২৩ হাজার হেক্টর জমি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা যেন ধান চাষ করতে সে বিষয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের সেভাবে নির্দেশ দেয়া হয়েছে। মাঠ পর্যায়ে চলমান কার্যাক্রম কার্যক্রম মনিটরিং জোরদার করা হয়েছে।  

ভাল থাকলে কৃষি, ভাল থাকবে দেশ….কৃষিই সমৃদ্ধি..