নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা-আরিচা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের দুটি চিতল মাছ। দুই মাছ বিক্রি হয়েছে ১৩ হাজার ৮’শ টাকায়।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলে নজরুল হালদারের জালে মাছ দুইটি ধরা পড়ে। মাছ দুইটির একেকটির ওজন ৬ কেজি করে ১২ কেজি। দেড় হাজার টাকা কেজি দরে যার দাম ১৩ হাজার ৮শ’ টাকা।

জানা যায়, মাছ দুইটির ওজন হয়েছে ১২ কেজি। পরে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ দুইটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ১৩ হাজার ৮০০ টাকা দিয়ে জেলে নজরুল হালদারের কাছ থেকে কিনে নেন।

ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে নজরুল হালদারের কাছে থেকে ১৩ হাজার ৮০০ টাকায় কিনেছি আর এখন ১২০০ টাকা কেজি দরে মাছগুলো ঢাকায় বিক্রি করা হবে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা-আরিচা নদীর মোহনায় বড় বড় চিতল মাছ খুব কম দেখা যায়।

এগ্রিকেয়ার/এমএইচ