নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর দুর্গাপুরে কাঁচা ধান কেটে জবরদখল করে পুকুর খননের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল লতিফ সরকার। লতিফ দুর্গাপুর পৌর এলাকার শানপুকরিয়া গ্রামের মৃত রহিমুদ্দিন সরকারের ছেলে।

এছাড়াও পুকুর খনন হলে কয়েকশ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে ক্ষতিগ্রস্থ হবেন কৃষকরা। আবাদি জমি কমে যাবে। ফসল উৎপাদনে বিরুপ প্রভাব ফেলবে। আইনি পদক্ষেপ হিসেবে পুকুর কাটা যন্ত্রপাতি বিকল করে দেওয়া, জরিমানা করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক শামছুল হক।

এ ঘটনায় আক্কাস আলীর নামের এক কৃষক তার ধানী জমি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌর এলাকার শানপুকুরিয়া বিলে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি প্রায় ২৫বিঘা জমির কাঁচা ধান কেটে পুকুর খননের প্রস্তুতি নিয়েছেন। ওইসব জমিতে ধান ছাড়াও অন্যান্য ফসল হয়। গত কয়েক মাস ধরে আব্দুল লতিফ দালাল মারফত কাচা ধানসহ কৃষকের অধিক টাকার লোভ দেখিয়ে দখল করার চেষ্টা করছেন। ঐখানে পুকুর খনন হলে কয়েকশ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে ক্ষতিগ্রস্থ হবেন কৃষকরা। এ নিয়ে একই এলাকার কৃষক আক্কাস আলী সরকার তার কাঁচা ধান বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা এগ্রিকেয়ার২৪.কম কে জানান, এ বিষয়ে অভিযোগ এখনো আমি হাতে পাইনি। তবে অফিসিয়াল মাধ্যমে দিতে পারে। হাতে পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।