দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার নামােদুরখালী গ্রামে শিক্ষার্থীদের লাগানো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গ্রামের সৌন্দর্য বৃদ্ধির এমন উদ্যোগ ভেস্তে যাওয়ায় চরম হতাশা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। ইতোমধ্যে থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

জানা যায়, গ্রামের বেশ কিছু উদ্দোমী তরুণ শিক্ষার্থী রোদ-গরমে পথিকের কষ্ট দেখে ২০১৯ সালের ২২ আগষ্ট গ্রামের প্রবেশপথে রাস্তার ধার দিয়ে কৃষ্ণচূড়া, কদম, পলাশ, বটগাছ সহ বেশকিছু সৌন্দর্য বর্ধন গাছ লাগায়। কিন্তু গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বেশকিছু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নাজিবুর, রায়হান, আলম, কাওসার,মিজান,পারভেজ, সোহান, রাসেল, রাজু, শান্তসহ গ্রামের বেশ কিছু উদ্দোমী তরুন এই গাছগুলো লাগান।

শিক্ষার্থী নাজিবুর জানান, যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো ২০১৯ সালের ২২ আগষ্ট লাগিয়েছিলাম। পুরো রাস্তায় কোন গাছ ছিলো না, গরমের সময় পথিকের অনেক কষ্ট হতো এমন দৃশ্য দেখে এবং গ্রামের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছগুলো লাগানো। কে বা কারা রাতের আঁধারে গাছ কেটে রেখে গেছে। এবিষয়ে উপজেলা বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেয়া হবে বলেও জানান তিনি।

আরেক শিক্ষার্থী কাওসার বলেন, গ্রামের সৌন্দর্য বর্ধনে শিক্ষার্থীদের চাঁদার টাকায় সড়কের ধারে লাগানাে হয় কৃষ্ণচূড়া, কদম, পলাশ ও বটগাছ। আগামী বছর থেকেই এসব গাছে ফুল আসত এবং সড়কের ধারে মানুষকে ছায়া দিত। কারা যেন সেই গাছগুলাে কেটে ফেলছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা কথা জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ঘটনা সত্য। তবে এ নিয়ে থানায় এখনাে কেউ অভিযােগ করেননি। অভিযােগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা জানান পুলিশের ওই কর্মকর্তা।

এগ্রিকেয়ার/এমএইচ