ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দেশ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮০২ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দেশে বাড়ছে মৃত্যু কমছে আক্রান্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৬৪৮টি নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০টি। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭২৪ জন।

আরও পড়ুন:ভারতে একদিনে মৃত্যু ১১০০ ছাড়িয়ে

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪১ হাজার ৫৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি।

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের প্রাণহানি শিরোনামে সংবাদের তথ্য ঢাকা টাইমস২৪.কম থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি