ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন সবমিলিয়ে বাংলাদেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৭০২ জনে দাঁড়াল।

একই সময়ে নতুন করে এক হাজার ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। সেইসাথে নতুন শনাক্তের সংখ্যা নিয়ে এ পর্যন্ত মোট রোগী হলেন তিন লাখ ৩৬ হাজার ৪৪ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১০ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা হয়।এসব পরীক্ষায় এক হাজার ২৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা তার আগের দিনের সংখ্যার চেয়ে চার হাজার ২৪টি কম হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৭৪৭টি। এতে শনাক্ত হয়েছিলেন এক ৭৯২ জন।তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় কম পরীক্ষার ফলে রোগী শনাক্ত তার আগের কয়েক দিনের চেয়ে কমেছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭০ দশমিক ৯০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪০ শতাংশ।

দেশে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৭০২ জনে শিরোনামে সংবাদের তথ্য  ঢাকা টাইমস থেকে নেওয়া হয়েছে।