নিজস্ব প্রতিবেদক: করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ১৪ হাজার ২৬১ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ছয় হাজার ১৮৬ জন। মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জনে দাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ।

আজ সোমবার (৩০ আগস্ট ২০২১) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিবলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৭৮৮টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ০৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৪ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৯৪ জনের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৪৯ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন ও সিলেট বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

লকডাউনের প্রভাবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সংক্রমণ কমতে শুরু করেছিল। পবিত্র ঈদুল ফিতরের পর মে মাসের মাঝামাঝি সময় থেকে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়। ঈদের পর সীমান্তবর্তী জেলাগুলোতে দ্রুত সংক্রমণ বাড়তে শুরু করে। বর্তমানে মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ।

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল ২০০ এর বেশি মানুষের। তবে গত সাত দিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সংখ্যা দুইশ’র নিচে রয়েছে।

গতকাল রোববার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। শনিবার (২৮ আগস্ট) করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নামে। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) করোনায় ১১৭ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার করোনায় ১০২ জনের মৃত্যু হয়। বুধবার করোনায় ১১৪ জনের মৃত্যু হয়। মঙ্গলবারও করোনায় ১১৪ জনের মৃত্যু হয়। সোমবার ১১৭ জন, রোববার ১৩৯, শনিবার ১২০, শুক্রবার ১৪৫, বৃহস্পতিবার ১৫৯ ও বুধবার ১৭২ জনের মৃত্যু হয়।গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামা শুরু করে। এছাড়া গত তিনদিন ধরে একশ’র নিছে আছে মৃতের সংখ্যা।

কমিউনিটিনিউজ/এমএএইচ