ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ধানের বাকানি একটি বীজবাহিত ছত্রাকজনিত রোগ। অধিক মাত্রায় নাইট্রোজেন সার ব্যবহার এবং ৩০-৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এ রোগের অনুকুল পরিবেশ সৃষ্টি করে। চলুন জেনে নেওয়া যাক ধানের বাকানি রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত তথ্য।

মনে রাখতে হবে, সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারলেই কেবল ভালো ফলন মিলবে। তাই ধান চাষে যে কোন সমস্যা হলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে।

রোগের নাম: ধানের বাকানি রোগ Bakanae Disease (Fusarium moniliforme)

লক্ষণঃ
১.দুই রকম লক্ষণ দেখা যায় ১ম টি গোড়াপচা দ্বিতীয়টি বাকানি।
২.গোড়া পচা হলে গোড়ায় পচন ধরে, শিকড় বড় হয় না, ফলে গাছ দূর্বল হয়।
৩.গাছ খাটো এবং গাছের গোড়ায় সাদা বা গোলাপী ছত্রাক দেখা যায়।
৪.বাকনি হলে গাছ অন্যান্য গাছের তুলনায় দুই/তিন গুণ লম্বা ও সরু হয়।
৫.গাছের কান্ডে গিট হয়। ফলন হয় না।

আরও পড়ুন: ধানের বীজ বা দানায় দাগ হলে যা করবেন

প্রতিকার: 
১.সুস্থ সবল ও রোগমুক্ত গাছ হতে বীজ ব্যবহার করা ও বীজতলায় পানি ধারে রাখা।
২.আক্রান্ত গাছ দেখামাত্র তুলে নষ্ট করা।
৩.বিআর- ৩ বিআর-৪, বিআর-১০, বিআর-১১ প্রভৃতি ধানের জাত ব্যবহার করা।
৪.বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজ ৩ গ্রাম হোমাই বা বেনলেট বা ২ গ্রাম ব্যাভিষ্টিন দ্বারা শোধন করা।

ধানের বাকানি রোগের লক্ষণ ও প্রতিকার শিরোনামে সংবাদের তথ্য ফসলের রোগ বালাই ও প্রতিকার থেকে সঙগ্রহ করা হয়েছে। প্রিয় কৃষিজিবী ধান চাষসহ যে কোন ফসল চাষ বিষয়ে সব ধরণের পরামর্শমূলক তথ্য পেতে আমাদের মেইলে আপনার সমস্যা লিখে পাঠাতে পারেন। আমরা তা দ্রুত সময়ের মধ্যে আপনাদের জানাবো। আমাদের কাছে লেখার ঠিকানা [email protected] অথবা ফেসবুক পেজের ম্যাসাঞ্জারেও পাঠাতে পারেন। এছাড়া আপনার কৃষি জীবনের গল্পও লিখে পাঠাতে পারেন আমরা তা তুলে ধরবো। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কাজ করে যাচ্ছে। এগ্রিকেয়ার২৪/ এমবি