ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ধানের বীজ সংরক্ষণ করতে গিয়ে নানা ধরণের সমস্যায় পরতে হয়। তবে সঠিক পদ্ধতিতে বীজ সংরক্ষণ করতে না পারলে সে বীজে ভালোমানের ফলন পাওয়া সম্ভব নয়। ধানের বাম্পার ফলন পেতে হলে ভালো মানের বীজ বাছাই করা প্রথম শর্ত। আসুন জেনে নিই ধানের বীজ বা দানায় দাগ হলে যা করবেন সে বিষযে বিস্তারিত তথ্য।

রোগের নামঃ ধানের বীজ বা দানায় দাগ Grain Spot of Rice (Fungi and Bacteria)

লক্ষণঃ
এটি বীজ বাহিত রোগ।
দানায় কালো ফোটা থেকে শুরু করে সাদাটে, বদামী খয়েরী ও লালচে দাগও দেখা যায়।
অনেক দাগ শুধু বীজের বাহিরের অংশে সীমাবদ্ধ থাকে, কিছু দাগ ভিতর পর্যন্ত প্রবেশ করে।
ফুল ফোটার সময় ব্যাপক ঝড়/বৃষ্টি হলে এ রোগ বেশী হয়।

আরও পড়ুন: চাষাবাদ নিয়ে যা বলছে কোরআন

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
রোগমুক্ত বীজ বপন করা।
আক্রমণ প্রবন জাতের ধান চাষ না করা।
জমিতে গান্ধী পোকার আক্রমণ প্রতিরোধ করা।
জমিতে বেশী ইউরিয়া সার ব্যবহার না করা।
রোগাক্রান্ত ধান গাছ কাটার পর পুড়িয়ে ফেলা।
আক্রমণ বেশী হলে ছত্রাকনাশক ব্যবহার করা যথা টিল্ট ২৫০ইসি (০.১%), ব্যাভিষ্টিন (০.১%)।

ধানের বীজ বা দানায় দাগ হলে যা করবেন শিরোনামে সংবাদের তথ্য ফসলের রোগ বালাই ও প্রতিকার থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার প্রশ্নের ‍উত্তর জানিয়ে দিবো।

প্রিয় কৃষিজিবী ধান চাষসহ যে কোন ফসল চাষ বিষয়ে সব ধরণের পরামর্শমূলক তথ্য পেতে আমাদের মেইলে আপনার সমস্যা লিখে পাঠাতে পারেন। আমরা তা দ্রুত সময়ের মধ্যে আপনাদের জানাবো। আমাদের কাছে লেখার ঠিকানা [email protected] অথবা ফেসবুক পেজের ম্যাসাঞ্জারেও পাঠাতে পারেন। এছাড়া আপনার কৃষি জীবনের গল্পও লিখে পাঠাতে পারেন আমরা তা তুলে ধরবো। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কাজ করে যাচ্ছে। এগ্রিকেয়ার২৪/ এমবি