ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: আমাদের দেশে মোট ফসলি জমির প্রায় ৭৬% জমিতে ধান চাষ করা হয়। এর প্রায় ৭০% জমিতেই আধুনিক জাতের ধান চাষ করা হচ্ছ। বর্তমানে দেশে প্রায় ১০ লক্ষ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান আবাদ করা হচ্ছে। স্থানীয় জাতের তুলনায় এসব জাতে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়।

আসুন জেনে নিই ধানে ছাতরা পোকা দমনে যা করবেন:

ছাতরা পোকা চেনার উপায় :
স্ত্রী ছাতরা পোকা খুব ছোট, লালচে সাদা রঙের, নরম দেহবিশিষ্ট, পাখাহীন এবং গায়ে সাদা মোমজাতীয় পদার্থের আবরণ থাকে। এরাই গাছের ক্ষতি করে। এক সাথে অনেকগুলো ছাতরা পোকা গাছের কান্ড ও খোল এবং পাতার খোলের মধ্যবর্তী জায়গায় থাকে। পুরুষ পোকা অনুপাতে সংখ্যায় খুবই কম বলে বিশেষ ক্ষতি করতে পারে না।

আরও পড়ুন:ধানে গান্ধি পোকার আক্রমণ ও প্রতিকার

ক্ষতির ধরণ :
গাছের কান্ড ও পাতার খোলের মধ্যবর্তীস্থানে একত্রে অধিক সংখ্যক থাকায় সাদা মোমের মত দেখা যায়। আক্রমণ তীব্র হলে গাছে শিষ বের হয় না।

আক্রমণের পর্যায় : কুশি

ফসলের যে অংশে আক্রমণ করে: কাণ্ড , পাতা
দমন ব্যবস্থাপনা:
১.আক্রমণের প্রথম দিকে সনাক্ত করতে পারলে আক্রান্ত গাছগুলো উপরে নষ্ট করে ফেলে এ পোকার আক্রমণ ও ক্ষতি ফলপ্রসূভাবে কমানো যায়।

আরও পড়ুন:ধানে চুংগী পোকা দমনে যা করবেন

২.শুধুমাত্র আক্রান্ত জায়গায় ভাল করে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করলে দমন খরচ কম হয়।

ধানে ছাতরা পোকা দমনে করণীয় শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি