নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কুমিল্লায় জনসম্মুখে ধ্বংস করা হলো এক মেট্রিক টন আম। অপরিপক্ক আম রাসায়নিক ব্যবহার করে পাকিয়ে বাজারজাত করার দায়ে এসব আম জব্দ করা হয়।

গত শনিবার (১ মে ২০২১) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার বাজার থেকে এসব আম জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও এবং ভূমি অফিসার।

উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন এগ্রিকেয়ার২৪.কমকে জানান, গত শনিবার বিকেলে নিমসার বাজারে অভিযান পরিচালনা করা হয়। অপরিপক্ক আমে কেমিকেল ব্যবহার করে পাকিয়ে বিক্রির দায়ে এক মেট্রিক টন আম জব্দ করা হয়। পরে জনসম্মুখে ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।

এগ্রিকেয়ার/জেএমই