নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁয় অতিরিক্ত ধান ও চাল মজুদের দায়ে দুইটি মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মজুদদারদের সর্বোচ্চ সতর্ক প্রদান এবং মজুদকৃত ধান ১৫ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেন তিনি।

গুদামে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে সোমবার বিকেলে জেলার সদর উপজেলার দুবলহাটি এলাকার মেসার্স শাপলা ট্রেডার্সকে ২০হাজার টাকা এবং চকপ্রান এলাকার ফয়সাল রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান জানান, অতিরিক্ত ধান ও চাল মজুদ রাখার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

পড়তে পারেন: ধান চালের অবৈধ মজুত ঠেকাতে মাঠে খাদ্য মন্ত্রণালয়

এছাড়া নিজ বাড়িতে এক মাসেরও বেশি ধান মজুদরাখায় একজনকে তা পাচদিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে বিভিন্ন মজুদ গুদামে বিপুল পরিমান ধান ও চাল পাওয়া যাচ্ছে এবং সেখানে জরিমানা করে তা দ্রুত বিক্রির নির্দেশ প্রদান করা হচ্ছে। বর্তমান এমন পরিস্থিতিতে কেঊ যেন বৈশ্যিক সংকট সৃষ্টির করে খাদ্যদ্রব্য মজুদ করে না রাখতে পারে তার জন্য যথাযত ব্যবস্থা জেলা প্রশাসন গ্রহন করছে বলে জানান তিনি ।

অভিযানে নওগাঁ সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আমিনুল কবির, সদর খাদ্য পরিদর্শক আতিকুল ইসলাম সহ নওগাঁ পুলিশ লাইনের চৌকস পুলিশ বাহিনী অংশ নেন।

এগ্রিকেয়ার/এমএইচ