প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সুবিধাভোগী ভেড়ার খামারীদের রিফ্রেশার প্রশিক্ষণ ও দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন ‘সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ (কম্পোনেন্ট এ, গবেষণা- ২য় পর্যায়) প্রকল্প’ এর আওতায় মহাদেবপুর, নওগাঁ জেলার খামারীদের মাঝে এ প্রশিক্ষণ ও খাদ্য বিতরণ করা হয়।

২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১ দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলআরআই এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ এরসাদুজ্জামান, প্রকল্প পরিচালক, বিএলআরআই ও ডাঃ উত্তম কুমার দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নওগাঁ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ এস এম খুরশীদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মহাদেবপুর, নওগাঁ। তথ্য ও ছবি: বিএলআরআই ফেসবুক পেজ।