ইউসুফ আলী সুমন, নওগাঁ প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে ‘তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মধ্য থেকে নির্বাচিত নওগাঁ জেলার পাঁচটি উপজেলার পাঁচজন সফল কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশ শেষে কৃষকের হাতে সম্মাননা সনদ তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মাসুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুদ।

এ সময় উপস্থিত ছিলেন- প্রশিক্ষণ কর্মকর্তা একেএম মনজুরে মাওলা, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, গম ও পাট বীজ উৎপাদন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ডক্টর আব্দুল আজিজ, মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় প্রমুখ।

এগ্রিকেয়ার/এমএইচ