নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নাটোরের বাগাতি পাড়ায় আধুনিক ধান উৎপাদন বিষয়ে কৃষকেদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর, ২০২০) উপজেলার ঠেঙ্গামারা গ্রামে বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট, রাজশাহী অঞ্চলের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউটের রাজশাহী আঞ্চলিক অফিসের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফজলুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আধুনিক ধান উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্রি ধান-৮১ এবং ব্রি ধান-৮৭সহ বিভিন্ন নতুন জাতের ধান উৎপাদন এবং এর কলাকৌশল সম্পর্কে আলোকপাত করেন এই কর্মকর্তা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশীদ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফাহমিদা আক্তার। এছাড়া উপজেলার কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি বিভাগের আয়োজনে  প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ৩৩ জন কৃষক এতে অংশ নেন।

এগ্রিকেয়ার / এমবি