বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মরে ভেসে উঠলো ২ লাখ টাকার মাছ। পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে এসব মাছ মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মশুড়িপাড়া এলাকার লোকমান সরকারের পুকুরে এ ঘটনাটি ঘটে।

শুক্রবার (৭ মে ২০২১) রাতের যেকোন সময় পুকুরে বিষ প্রয়োগে এসব মাছ নিধন করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ করেছে লোকমান।

অভিযোগ সুত্রে জানা যায়, লোকমান সরকার চামটা মশুরিপাড়া বিলে নিজের প্রায় এক একর জমির পুকুরে কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ করেন। গতরাতে অজ্ঞাত দূর্বৃত্তরা পুকুরে বিষ দিলে সব মাছ মরে ভাসতে থাকে। সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে বিষয়টি নজরে আসে।

লোকমান হোসেন জানান, আমি গরীব মানুষ অনেক কষ্ট করে এই মাছ গুলো চাষ করেছি। মাছ চাষের আয় দিয়েই আমার সংসার চলে। এরমধ্যে মাছ গুলো মেরে ফেলায় আমার সে পথ বন্ধ হয়ে গেল।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এগ্রিকেয়ার/এমএইচ