ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: পটল চাষে মাছি পোকা বাড়তি সমস্যার কারণ। মাছি পোকার আক্রমনের কারনে পটল ছিদ্র হয়ে যায়। আবার পটল পচে ঝরেও যায়। তাই জেনে নিন পটলে মাছি পোকা দমনে কার্যকরী উপায়:-

পোকা চেনার উপায় : ৫৭-১০ মিমি লম্বা লালচে বাদামি মাছির ঘাড়ে হ্লুদ দাগযুক্ত রেখা আছে। পাখা সবচ্ছ। পাখার নিচের দিকের কিনারায় কালো দাগ আছে।পেট মোটা, স্ত্রী মাছির পেছনে সরু ও চোখা ডিম পাড়ার সুঁইয়ের মতো নল আছে। ডিম সাদা নলের মতো এবং এক দিকে বাঁকা।

ক্ষতির ধরণ : স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে ওভিপজিটর ঢুকিয়ে ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মত তরল পদার্থ বেড়িয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারন করে। ডিম থেকে কীড়া বের হয়ে ফলের শাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পঁচে ঝরে যায়।

আরোও পড়ুন: বেগুনের শিকড় গিঁট রোগের কারণ ও প্রতিকার

প্রতিকার: জমিতে পড়ে থাকা পচা পটলগুলো সংগ্রহ করে দূরে ফেলার পাশাপাশি জমিকে পরিস্কার রাখতে হবে। ক্ষেতের মাঝে ফেরোমন ফাঁদ স্থাপন করা যেতে পারে। সেজন্য প্রতি ২.৫ শতক জমিতে ১ টি করে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে । এ ছাড়া ডেল্টামেথ্রিন গ্রুপের যে কোন কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি মিশিয়ে সঠিক নিয়মে স্প্রে করলে সুফল পাওয়া যাবে।

পটলে মাছি পোকা দমনে কার্যকরী উপায় সংবাদের তথ্য কৃষিকথা থেকে সংগ্রহ করা হয়েছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ