ডেস্ক প্রতিবদেন, এগ্রিকেয়ার২৪.কম: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী দুইজন। এই সংখ্যাটি গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১৭ মে দেশে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: দেশজুড়ে মোট ৫ হাজার ৬২৩ জনের প্রাণ নিলো করোনা 

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে এই মহামারিতে মোট মৃতের সংখ্যা পাঁচ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।

দেশে করোনায় শনাক্তের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। মোট শনাক্তের সংখ্যা তিন লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৪ জন রোগী। মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ তিন হাজার ৯৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৮.২৩ জন সুস্থ হয়ে উঠছেন। যেই হার ঠিক এক সপ্তাহ আগে ছিল ৭৬ শতাংশ।

আরও পড়ুন: করোনায় ৫৩ দিনে সর্বনিম্ন মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনার ১০.৭৪ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৭.৯৬ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

পাঁচ মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু শিরোনামে সংবাদের তথ্য দেশ রুপান্তর থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার/ এমবি