অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪কম: ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমছে প্রতিনিয়ত। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমে এখন ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, গত সোমবার বিক্রি হয়েছে ২৩ টাকায়। কিন্তু এখন ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কারণ হিসেবে আমদানি বেশি হওয়াকেই দুষছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি হওয়াতে দাম কমেছে। তবে দাম কমলেও ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। গত এক সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে পেঁয়াজের দাম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, সম্প্রতি ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তবে দেশের বাজারে সেই তুলনায় চাহিদা কম রয়েছে। চাহিদা কম হওয়াতে দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। আগামীতে আরও কমতে পারে পেঁয়াজের দাম বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের তিন কর্মদিবসে ভারতীয় ৭১ ট্রাকে দুই হাজার ৩২ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।