নওগাঁ প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর পোরশায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এর আওতায় আমনবীজ উৎপাদন প্রদর্শনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ২০২০) দুপুরে ছাওড় ইউনিয়নের চককিত্তলী ফুটবল খেলার মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ ড. রবীআহ নুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি উপপরিচালক কৃষিবিদ এএফএম গোলাম ফারুক। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল হাইয়ের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম।

এতে সভাপতিত্ব করেন রিজিওনাল মনিটরিং ইউনিট বগুড়ার মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা বকুল ইসলাম, কৃষক মিনহাজুল ইসলাম সহ অর্ধশত কৃষক।

এগ্রিকেয়ার/এমএইচ