ফসল ডেস্ক. এগ্রিকেয়ার২৪.কম: ধানের ক্ষতিকারক পোকামাকড় এর কীটনাশক প্রয়োগ না করে প্রাথমিক দমন ব্যবস্থাপনা জানলে আর্থিকভাবে অনেক লাভবান হওয়া যায়। আসুন জেনে নিই প্রাকৃতিকভাবে ধানের ক্ষতিকারক পোকামাকড় দমন পদ্ধতি।

যেভাবে পদ্ধতিগুলো প্রয়োগ করবেন এবং কি কি সুফল পাওয়া যাবে তা একটি তালিকার মাধ্যমে দেখানো হলো:

দমনের উপায়পোকার নাম
জমির পানি বের করে দিয়েপাতামাছি, চুঙ্গীপোকা, বাদামী গাছ ফড়িং, সাদা পিঠ ঘাস ফড়িং
জমিতে পানি দিয়েলেদাপোকা, ছাতরা পোকা, লুকিয়ে থাকা পোকা
ধানের নারা পুড়িয়ে ফেলেমাজরা পোকা, লেদা পোকা, শীষ কাঁটা লেদাপোকা
আলোক ফাঁদ এর সাহায্যেআলোতে আকৃষ্ট পোকা
হাতজাল পোকাপামরী ও অন্যান্য পোকা
আক্রান্ত গাছ উপড়ে ফেলাছাতরা পোকা
ইউরিয়া সার উপরি প্রয়োগথ্রিপস পোকা
পাতার অগ্রভাগ কেটে দেওয়াপামরী পোকা
জমিতে ডালপালা পুঁতে দিয়েসব ধরণের পোকা মাকড়

 

এ বিষয়ে বিস্তারিত জানতে কৃষি কল সেন্টার ১৬১২৩ অথবা নিকটস্থ উপজেলা কৃষি অফিস, উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন।

প্রাকৃতিকভাবে ধানের ক্ষতিকারক পোকামাকড় দমন পদ্ধতি শিরোনামে সংবাদটির তথ্য রাজশাহী কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে। পাঠক কৃষি, ২৪ ঘণ্টা কৃষির যত্নে, কৃষকের সাথে (ফসল, মৎস্য, প্রাণি, পোল্ট্রি) পরিপূর্ণ নিউজপোর্টাল, কৃষির সব খবর আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

এছাড়া আপনার ফসলের বিভিন্ন পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের।আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার/এমএইচ