নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ সরকারের নতুন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। সোমবার (০৭ জানুয়ারি, ২০১৯) বঙ্গভবনে কৃষিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) কৃষিমন্ত্রী হিসেবে দাফতরিক কাজ শুরু করেন দেশের প্রযিতযশা কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক।

শপথ অনুষ্ঠান শেষে রাজধানীর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবনে তাঁর সরকারি বাসভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দর রাজ্জাক কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস ও গবেষণা প্রতিষ্ঠানসহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এছাড়াও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বিসিএস (কৃষি) এসোসিয়েশন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কৃষিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

আজ মঙ্গলবার দাফতরিক কার্যক্রম সম্পদানের সময়েও কৃষিমন্ত্রীকে বিভিন্ন দফতরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ড. মোঃ আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন।