নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে মসলা জাতীয় ফসলের উৎপাদনের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি কৃষক প্রশিক্ষণে উপজেলার মোট ৬০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার ( ৮ অক্টোবর ২০২০) সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ বগুড়ার আয়োজনে ও বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে ১ দিনব্যাপি এই শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বদলগাছীতে মসলা জাতীয় ফসল উৎপাদন শীর্ষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কে. এম. খালেকুজ্জামান, উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আশিকুল ইসলাম, পি এইচ ডি বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা আবু হেনা ফয়সাল ফাহিম ও উপজেলা কৃষি অফিসার হাসান আলী প্রমূখ।

এগ্রিকেয়ার/এমএইচ