আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের কয়েকটি জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস ও বন্দরসমূহে ১ নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ রোববার ( ১১ অক্টোবর ২০২০) রাত সাড়ে ৮ টার দিকে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।

অধিদফতর সূত্র জানায়, পূর্ব- মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিন্মচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ (এক) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সেইসাথে উত্তর বঙ্গপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে অনতিবিলম্বে উত্তর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বন্দরসমূহে ১ নং সতর্কতা সংকেত সংবাদের তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

এগ্রিকেয়ার/এমএইচ