বরিশালে বিনা সরিষা ৯’র

নাহিদ বিন রফিক (বরিশাল), এগ্রিকেয়ার২৪.কম: বরিশালে বিনা সরিষা ৯’র ওপর কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠদিবসে স্থানীয় কৃষকদের এ বিষয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শ তুলে ধরা হয়।

মঙ্গলবার (১০ মার্চ, ২০২০) বরিশাল সদরে অনুষ্ঠিত এ মাঠদিবসের আয়োজনে ছিলো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উত্তর অঞ্চলে রবি মৌসুমে কোনো পতিত জমি খুঁজে পাওয়া যায় না। অথচ দক্ষিণাঞ্চলে বেশ কিছু জায়গা অনাবাদি পরে থাকে। এসব জমিগুলো সরিষাসহ অন্যান্য ফসল আবাদের মাধ্যমে চাষের আওতায় আনা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিদাস শিকারী এবং বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. বাবুল আক্তার। বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষার প্রদর্শনীচাষি  মো. শাহ আলম হাওলাদার।

মাঠদিবসে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি কর্মকর্তা রাজিয়া বেগম, নাছিমা আক্তার, বাশার তালুকদার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

মাঠ দিবসে সময় উপযোগী বিনা সরিষা ৯ জাতটি বেশি করে চাষের ওপর তাগিদ দেন বক্তারা। তারা বলেন, যেহেতু দক্ষিণ অঞ্চলে এ ফসল চাষাবাদের সুযোগ রয়েছে, তাই এ সুযোগ কাজে লাগয়ে লাভবান হওয়া উচিত।

উল্লেখ্য, বিনা সরিষা ৯ জাতটি বালাই সহনশীল। গাছে শাখা-প্রশাখার সংখ্যা বেশি হয়। দানার আকার বড়। তাই ফলনও হয় অধিক। এর বাড়তি সুবিধা হলো, সাময়িক জলাবদ্ধতা সহ্য করার ক্ষমতা রয়েছে।

বরিশালে বিনা সরিষা ৯’র ওপর কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হওয়ায় কৃষকেরা ফসলটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এছাড়া দক্ষিণাঞ্চলে এ ফসল চাষাবাদের গুরুত্ব সম্পর্কেও তারা অবহিত হোন। বিনা সরিষা ৯ চাষাবাদে লাভবান হওয়ার সুযোগ থাকায় কৃষকদের উচিত ফসলটি চাষ করা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: মাঠে ফসলের উন্নত জাত সম্প্রসারণ দরকার