হেলাল উদ্দিন,  এগ্রিকেয়ার২৪.কম: চাঁদপুর জেলার আলোচিত ফ্রুটস ভ্যালি এগ্রোর নতুন সাফল্য বিশ্বখ্যাত ওজার্ক বিউটি স্ট্রবেরি। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা বিশ্বখ্যাত “ওজার্ক বিউটি” (ozark beauty) স্ট্রবেরির আগাম ফলন।
শীতকালীন স্বপরাগায়িত জাতটির এমন আশাতীত ফলন আমরা আশা করিনি। ওজার্ক বিউটি স্ট্রবেরি সারা বিশ্বেই জনপ্রিয় ও দামি একটি জাত। গত বছর ফ্রুটস ভ্যালি এগ্রোতে আমেরিকান অন্য একটি জাত চাষ করে আমরা সফল হতে পারিনি।
এবার ওজার্ক বিউটি আমাদের আশার আলো দেখাচ্ছে। সুগন্ধিযুক্ত, সুস্বাদু ও রসালো। সাইজ বড় ও লম্বাটে ওজার্ক বিউটির স্বাদ এতই চমৎকার যে আমদানিকৃত যেকোন জাতের স্ট্রবেরিকে হার মানাবে।
পাতার দাগ ও পাতা ঝলসে যাওয়া রোগ প্রতিরোধী ও স্ব-পরাগায়ন জাতের ওজার্ক বিউটি হতে পারে ভবিষ্যতে এদেশের আবহাওয়া উপযোগী একটি বাণিজ্যিক জাত।
বিশ্বখ্যাত ওজার্ক বিউটি স্ট্রবেরি বিষয়ে লিখেছেন (https://www.facebook.com/profile.php?id=100001102240362) হেলাল উদ্দিন।
এগ্রিকেয়ার/এমএইচ