বাকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: জাঁকজমকপূর্ণভাবে নানা আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অফিসার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বাকৃবি অফিসার পরিষদের আয়োজনে অফিসারদের বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মো. খাইরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ আবুল বাসার আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এহতেশামুল আলম, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এছাড়া অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

এসময় বাকৃবি উপাচার্য বলেন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি সবার ঐক্যের মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দ তাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের জন্যে তাদের এ ধারা অব্যহত রাখা জরুরি।

প্রধান অথিতির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, বাকৃবি একটি প্রাচীন কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। বাকৃবির অগ্রযাত্রায় বাকৃবির অফিসাররা অসামান্য ভূমিকা পালন করে আসছে। কিন্তু কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের মধ্যে কোনো বিভক্তির প্রয়োজন নেই। সবাই এক হয়ে কাজ করলে কাজের মানোন্নয়ন হবে।

তাই নিজের মধ্যে বিভক্তি দূর করতে হবে। এখন অনেকেই সাম্প্রদায়িক দাঙ্গা লায়িছে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইবে। আমারদের আজন্ম চাওয়া অসাম্প্রদায়িকতা রক্ষায় আমাদের রুখে দাঁড়াতে হবে।

এগ্রিকেয়ার/এমএইচ