ডেস্ক প্রতিবেদন: বাকৃবিতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে Fowl Cholera (Pasturlla multocida) ভ্যাকসিন সিড হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের আয়োজনে লাইভস্টক এন্ড পোল্ট্রি রিসার্চ এন্ড প্রোডাকশন সেন্টার, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ কর্তৃক প্রাণিসম্পদ অধিদপ্তরকে Fowl Cholera (Pasturlla multocida) ভ্যাকসিন সিড হস্তান্তর করা হয়।

মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রধান এবং পোল্ট্রি রিসার্চ এন্ড প্রোডাকশন সেন্টার এর আহবায়ক প্রফেসর ড. মারজিয়া রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ভ্যাকসিন সিড হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা, গবেষণা,প্রশিক্ষণ ও মূল্যায়ন এর পরিচালক ড. মোঃ মোস্তফা কামাল। এ সময় ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।