বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫১০ হেক্টর। চলতি মৌসুমে লক্ষমাত্রা ছাড়িয়ে বোরো ধানের চাষ হয়েছে। সেইসাথে ভালো ফলনের আশা এখানকার কৃষকদের।

জলাবদ্ধতার কারনে কিছু কিছু বিলাঞ্চলে চাষাবাদ করা সম্ভব হয়নি। তারপরও ২৫০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ২ হাজার ১৭৭ মেট্রিকটন।

এ বিষয়ে ঢাকা চন্দ্রগাথী গ্রামের ধান চাষী সজিব আহমেদ, আমোদপুর গ্রামের মাসুদ রানা বলেন, বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও বাঘায় প্রথম ব্রি-৯২ জাতের ধানের আবাদ করেছি। ধান ভালো হয়েছে। এরমধ্যে কোন দূর্যোগ না হলে আসা করছি ধানের ফলন ভাল হবে।

উপজেলা ধান চাষি আমিরুল ইসলাম, খাইরুল ইসলাম, জুব্বার আলী, সাইদুল ইসলাম, ছমির উদ্দিন, সান্টু আলী, আকবর হোসন, জমসেদ আলী, ছামসুল হক বলেন, অন্য বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আগাম জাতের ধান ভাল হয়েছে। আশা করছি ফলনও ভাল হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, বীজ ও সার বিনামূল্যে কৃষকদের মাঝে সরকারিভাবে দেয়ায় উপজেলায় লক্ষ মাত্রার চেয়ে বোরো ধানের আবাদ বেশি হয়েছে। উন্নত প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ধান কাটা মাড়াইয়ের জন্য কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হযেছে।

এগ্রিকেয়ার/এমএইচ