মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ‘মা ইলিশ রক্ষা অভিযান, ২০১৮’ উপলক্ষে বানিয়াচং, হবিগঞ্জ এর বিভিন্ন আড়ত, মাছঘাট, মাছবাজার ও হাওর সমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ আকুঞ্জি, সার্র্বিক আয়োজনে ছিলেন মুহাম্মদ মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বানিয়াচং হবিগঞ্জ।

মোবাইল কোর্টের অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহ আদর্শবাজার, বানিয়াচং-এ জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কোথাও কোন ইলিশ পাওয়া যায় নি।

উল্লেখ্য, ‘মা ইলিশ রক্ষা অভিযান, ২০১৮’ উপলক্ষে ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর, ২০১৮ (২২ আশ্বিন-১৩ কার্ত্তিক) পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বিনিময়, বিপণন দন্ডনীয় অপরাধ।