এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর চট্রগ্রাম চ্যাপ্টারের বিভাগীয় সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে।
চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত এ বিভাগীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
সম্মেলনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. মোঃ শহীদ উল্যা, চট্রগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের উপপরিচালক মোঃ আজহারুল ইসলাম, বিভিএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এম নজরুল ইসলাম এবং মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্য।
সবার উপস্থিতিতে প্রফেসর ড.মাসুদুজ্জামান কে সভাপতি করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হন প্রফেসর ড.এ এস এম লূৎফুল আহসান (রাহাত) ও ইমতিয়াজ উদ্দীন (সারোয়ার) , সাধারন সম্পাদক ডা. সুপন নন্দী এবং সাংগাঠনিক সম্পাদক ডা. শারমিন আক্তার পলি।
নতুন এ কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. সাদ্দাম হোসেন এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।