অর্থ-বাণিজ্য, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ গম রফতানির লক্ষ্য নিয়ে এগোচ্ছে ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়া। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী গমের শক্তিশালী চাহিদা থাকায় ২০১১-১২ মৌসুমের রফতানি রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রতিবেদনের তথ্য বলছে, রফতানি সবচেয়ে বেশি বেড়েছে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে। ইন্দোনেশিয়ায় রফতানি ৫৮৩ এবং ভিয়েতনামে ৩৭৪ শতাংশ বাড়ে। ১০০ শতাংশের বেশি বেড়েছে থাইল্যান্ড, ফিলিপাইন, ইয়েমেন ও মালয়েশিয়ায়।

ইউএসডিএ জানায়, ২০২০-২১ বিপণন মৌসুমের ১১ মাসে অস্ট্রেলিয়া ২ কোটি ২৬ লাখ টন গম রফতানি করে। রফতানিতে প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে মোট রফতানি দাঁড়াবে ২ কোটি ৪০ হাজার টন। এটি ২০১১-১২ মৌসুমের রেকর্ড রফতানির চেয়ে সাত লাখ টন কম।

লক্ষণীয়, অনেক দেশ রয়েছে যেগুলোতে গত পাঁচ বছরে গম রফতানির হার ছিল অত্যন্ত কম। কিন্তু ২০২০-২১ মৌসুমে এসব দেশই অস্ট্রেলিয়ার শক্তিশালী রফতানি বাজারে পরিণত হয়। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, সৌদি আরব, শ্রীলংকা ও ইতালি।

দুই বছরের বিধ্বংসী খরার পর টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় গমের ফলন ভালো হয়েছে। রেকর্ড রফতানিতে প্রধান প্রভাবকের ভূমিকা রাখছে ঊর্ধ্বমুখী উৎপাদন।

এদিকে ইউএসডিএর পূর্বাভাস বলছে, ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার গম উৎপাদন ৩ কোটি ১৫ লাখ টনে পৌঁছবে। এটি গত বছরের রেকর্ড উৎপাদনের তুলনায় ১৮ লাখ টন কম, তবে তৃতীয় সর্বোচ্চ উৎপাদন। এছাড়া ১০ বছরের গড় উৎপাদনের তুলনায় ১০ শতাংশ বেশি।

এগ্রিকেয়ার/এমএইচ