ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ২ হাজার ২২৪ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৮২ হাজার জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭০ লাখ ২ হাজার ২২৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৮২ হাজার  ৫৩ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৫৮০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৭৫ হাজার ৬১৪ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৯৩২ জনের।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ৮২ হাজার ছাড়াল শিরোনামে সংবাদের তথ্য সমকাল থেকে সংগ্রহ করা হয়েছে।