ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব’ এই প্রতিপাদ্যে খাদ্য দিবস ও ‘ইঁদুর দমন করি, মাঠের ফসল ঘরে তুলি’ স্লোগান সামনে নিয়ে ইঁদুর দমনে করণীয় নিয়ে সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ইউএনও রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইজাদুর রহমান মিলন। মূখ্য আলোচক মোঃ জসীম উদ্দিন,জেলা  প্রশিক্ষন  কর্মকর্তা, বিশেষ অতিথি  ড.রফিকুল আলম খান,  অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ  সংরক্ষন),কৃষি  সম্প্রসারন অধিদপ্তর,গাজীপুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদর, গাজীপুর।

একটি প্রামান্যচিত্র উপস্থাপন করেন নুর অলিয়া হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা-১। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা সুলতানা, কৃষকদের পক্ষে মোঃ মেজবাহ উদ্দিন, ধীরাশ্রম, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের  পক্ষে মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে  প্রায়  ১৫০ জন কৃষক/ কৃষানী, ছাত্র/ ছাত্রী উপস্থিত ছিল।