জ্যেষ্ঠ প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের সব অঞ্চলের মাঠ জুড়ে শোভা পাচ্ছে বোরা ধান। কোথাও কোথাও সবুজে ছেয়ে গেছে বোরো ধানের মাঠ।
কোথাও আবার সুবজ ধানের গাছ সোনালী রঙ ধারণ করেছে। অনেক অঞ্চলে ধান পাকা শুরু করেছে। দুই একটি অঞ্চলে ধান কাটাও শুরু করেছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস ধর্মপাশা সূত্র জানায়, ধর্মপাশা এলাকার ছোট কাইলানী হাওরে স্থানীয় জাগলী বোরো জাতের ধান কর্তন শুরু হয়েছে। এ উপলক্ষে মাঠে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকের সঙ্গে ধান কাটার উৎসবে যোগ দেয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের ফসল আবাদের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, এ মৌসুমে বোরো বীজতলার লক্ষ্যমাত্রা ছিলো ২ লাখ ৩৩ হাজার ৩২৩ হেক্টর। এর মধ্যে হাইব্রিড ৩১ হাজার ৩৩৫ হেক্টর, উফশি ২ লাখ ২০৬ হেক্টর, স্থানীয় ১ হাজার ৭৮২ হেক্টর। ২৮ মার্চ পর্যন্ত অগ্রগতির হার ১ লাখ ৩৮ হাজার ২৯৭ হেক্টর জমি। শতকরা হারে ৭৩.৯৮ শতাংশ।
আবাদের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ০২৯ হেক্টর জমি। এর মধ্যে হাইব্রিড ৬৬ হাজার ৩৮৭ হেক্টর, ৩ লাখ ৩৬ হাজার ৫৯৬ হেক্টর ও ২২ হাজার ৪৬ হেক্টর জমি। ২৮ মার্চ পর্যন্ত অগ্রগতির হার ৩ লাখ ১৭ হাজার ৩৪৩ হেক্টর জমি। শতকরা হিসাবে ৭৮ শতাংশ।