ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: পানি পছন্দকারী ফসল ধান। চলতি বোরো মৌসুমে বোরো ধানের কোন অবস্থায়, কী পরিমাণ পানি দিবেন বা দেওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

বোরো ধানের জমিতে অনেকে অতিরিক্ত পানি দিয়ে থাকেন। কৃষি বিজ্ঞানীরা বলছেন, জমিতে অতিরিক্ত পানি প্রয়োজন নেই। ক্ষেতে পানি বেশি হলে বিভিন্ন ছত্রাকজনিত রোগ, রোগের জীবাণু ছড়ায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফুল বা ফল ঝড়ে পড়ে ও দানা পুষ্ট হয় না। পরিশেষে ফলন কম হয়।

বোরো ধানে বৃদ্ধি বাড়াতে কোন পর্যায়ে কী পরিমাণ পানি লাগে তা জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

সংস্থাটি বলেছে, আবার অন্যদিকে পানি কম হলে খাদ্য গ্রহণ বা পরিবহনে ব্যাহত হয়, খাদ্য তৈরি বাধাগ্রস্ত হয়, গাছ মরে যেতে পারে, ফুল বা ফল দেরিতে আসে, আগাছা বেশি হয় ও দানা পুষ্ট হয় না। ফলশ্রুতিতে ফলন কম হয়।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

হাওরের ৪১% বোরো ধান কর্তন সম্পন্ন

দেরিতে রোপণ করা বোরো ধানের যেসব পরিচর্যা

এক কেজি বোরো ধান উৎপাদনে পানির খরচ নিয়ে যা বললো ব্রি

বোরোর জমি তৈরি সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি

ধানে বৃদ্ধির কোন পর্যায়ে কী পরিমাণ পানি লাগে তা হলো-

১. চারা লাগানো সময় ছিপছিপে এক থেকে দেড় ইঞ্চি পানি লাগে। এর কম বা বেশি হলে রোপণে অসুবিধা হয়।

২. চারা লাগানোর থেকে পরের ১০ দিন পর্যন্ত দেড় থেকে দুই ইঞ্চি। পানি কম হলে রোপণ ঝুঁকি সামলে উঠতে বেশি সময় লাগে, আর বেশি হলে চারা হেলে পড়ে।

৩. চারা লাগানোর ১১ দিন পর থেকে থোড় আসা পর্যন্ত এক থেকে দেড় ইঞ্চি। এর কম বা বেশি হলে কুশি কম হয়।

৪. কাইচ থোড় হওয়ার সময় থেকে ফুল ফোটা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি। এসময় রসের ঘাটতি হলে দানা গঠন পুষ্ট হবে না, দানার সংখ্যা কম হবে। আর পানি বেশি হলে গাছ দুর্বল হয়ে যেতে পারে।

৫. ধানে দানা শক্ত ক্ষীর হলে অর্থাৎ ধান কাটার ১০-১২ দিন আগ পর্যন্ত পর্যায়ক্রমে পানি বের করে দিতে হবে।

এগ্রিকেয়ার/এমএইচ