এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বৃক্ষ রোপন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ জুলাই) ব্রি’র খামার ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজন করা হয় এ বৃক্ষ রোপণ উৎসবের।

উৎসবটি খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. কৃষ্ণ পদ হালদারের সভাপতিত্বে পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

বিশেষ অতিথি ‍হিসেবে ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: আনছার আলী এবং ব্রির পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য। এতে ব্রির বিজ্ঞানী, ঊর্ধতন কর্মকর্তা, কর্মচারি সবাই অংশ নেন।

উপস্থাপনা করেন খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ব্রির বিভাগীয় প্রধানগন ও বৈজ্ঞানিক কর্মকর্তা/ কর্মচারী এবং শ্রমিকবৃন্দ।

উৎসব মুখর পরিবেশে বৃক্ষ রোপণ উৎসবে যোগ দেন সবাই। এ নিয়ে একটি শোভাযাত্রাও করেন উৎসবে অংশ নেয়া সবাই। ফলদ বৃক্ষ রোপণ ২০১৮ উপলক্ষে এ আয়োজন করে ব্রি। ছবি ও তথ্য: কৃষি মন্ত্রণালয়ের ফেসবুক পেজ কৃষি ভাবনা থেকে নেয়া।