ভালো ফলন পেতে মাটির

নাহিদ বিন রফিক (বরিশাল), এগ্রিকেয়ার২৪.কম: ভালো ফলন পেতে মাটির স্বাস্থ্য পরীক্ষা জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন। এসময়ে তিনি মাটির স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২০) দিনব্যাপী এক প্রশিক্ষণে প্রধান অতিথি বক্তব্যে এসআরডিআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন এ তথ্য জানান। বরিশালের উজিরপুরস্থ পূর্ব ধামসার কৃষক কল্যান সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মাটিতে সুষম সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরে এসআরডিআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন বলেন, সে সাথে প্রয়োজন ভেজাল সার সনাক্তকরণ। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই ফসলের উৎপাদন খরচ কমবে। কৃষক হবেন লাভবান।

তিনি আরো বলেন, এ পরীক্ষার মাধ্যমে মাটির পুষ্টি উপাদানের সঠিক তথ্য পাওয়া যায়। পাশাপাশি কোন সার কতটুকু প্রয়োজন তাও জানা যাবে।

মৃত্তিকা গবেষণা এবং গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন তালুকদার।

সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই)  বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহি, এসও ইসরাত জাহান, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আলিমুর রাজি প্রমুখ।

সংশ্লিষ্টরা মনে করেন, ভালো ফলন পেতে মাটির স্বাস্থ্য পরীক্ষা জরুরি কেননা মাটির স্বাস্থ্য পরীক্ষার পর বুঝা যায় মাটি কী অবস্থায় রয়েছে।

এসময়ে যত্নে ও পরিচর্যায় কী কী দরকার হবে তা পরীক্ষার ফল দেখলেই বুঝা যাবে। সে অনুযায়ী সারসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ জমিতে দিলে অধিক ফলন মিলবে। দেশে মাটির স্বাস্থ্য পরীক্ষার প্রচলন ধীরে ধীরে বাড়ছে।

মাটির স্বাস্থ্য পরীক্ষা যত বেশি হবে মাটিও তত ভালো থাকবে। তাই মাটির স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ভালো ফলন পেতে নিয়মিত মাটি পরীক্ষা করা উচিত।

আরও পড়ুন: আমের ফুল ও ফল ঝরে পড়া রোধের কৌশল এবং পরিচর্যা