ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে ভুট্টার চাষ অধিক গুরুত্বপূর্ণ। ভুট্টার চাষ দিন দিন বাড়ছেই। কিন্তু উন্নতমানের ভালো ভুট্টার জাত নির্বাচন না করায় চাষিরা তেমন ভালো ফলন পান না। অন্যদিকে ভুট্টার ক্যালসিয়ামের ঘাটতি হলে বা কয়েকটি রোগের যেসব লক্ষণ ও প্রতিকার রয়েছে তা জানা প্রয়োজন। তা না জানলেও ভালো ফলন মিলবে না।

 

  • রোগের নামঃ

    ভুট্টার ক্যালসিয়ামের ঘাটতি

  • লক্ষণঃ

    ক্যালসিয়ামের অভাব হলে গাছের নতুন পাতা জড়ানো থাকে। ফলে গাছ সোজা হতে পারেনা।

  • ব্যবস্থাপনাঃ

    অম্লীয় মাটি হলে মাটিতে শতাংশ প্রতি চার কেজি ডলোচুন প্রয়োগ করুন।

  • সাবধানতাঃ

    ১। একবার ডলোচুন প্রয়োগ করলে পরপর তিনবার ডলোচুন প্রয়োগ করবেন না।

  • করনীয়ঃ

    ১। মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার প্রয়োগ করুন । ২। মাটিতে জৈব সার প্রয়োগ করুন ।

পড়তে পারেন: ভুট্টার অধিক ফলনশীল কয়েকটি জাত সম্পর্কে জানুন

 

ভুট্টার দস্তা সারের ঘাটতি

  • রোগের নামঃ

    ভুট্টার দস্তা সারের ঘাটতি

  • লক্ষণঃ

    ১। পাতায় লম্বা লম্বি সাদা দাগ দেখা যায়। ২। পাতার আগা সবুজ থাকে ।

  • ব্যবস্থাপনাঃ

    ১। জমি তৈরির সময় হেক্টর প্রতি ১.৫ থেকে ২ কেজি দস্তা সার প্রয়োগ করুন ।

  • সাবধানতাঃ
  • করনীয়ঃ

    ১। মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার প্রয়োগ করুন । ২। মাটিতে জৈব সার প্রয়োগ করুন।

    ভুট্টার ক্যালসিয়ামের ঘাটতি হলে যেসব লক্ষণ ও প্রতিকার কৃষি বাতায়ন থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ