ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: জাব পোকা মরিচের মারাত্নক ক্ষতি করে। মরিচের পাতা, ফুল, কচি ফল ও ডগার রস চুষে খায়। এতে মরিচের ফলন নিয়ে হতাশ হন চাষিরা । তাই মরিচের ভালো ফলন পেতে হলে জাব পোকাসহ বিভিন্ন পোকার দমন ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানতে হবে।

চলুন মরিচের জাব পোকা দমনের কৌশল গুলো জেনে নিই:

মরিচের জাব পোকা: 
পরিচিতি: জাব পোকা অতি ছোট, দেহ নরম ও উজ্জ্বল কাল রংয়ের হয়ে থাকে। পাখাওয়ালা জাব পোকা উড়তে পারে কিন্তু নিম্ফ বা পাখা বিহীন উড়তে পারে না । এরা দল বদ্ধ ভাবে বাস করে।

অকুকুল পরিবেশ: বাতাসে আদ্রতা বেশী ও মেঘলা আকাল।

জীবন চক্র: এ পোকা কোন যৌন মিলন ছাড়াই ১০-১২ দিনের মধ্যে ৮-৩০ টি নিম্ফ জন্ম দিতে পারে। নিম্ফ অবস্থা ৫-৮ দিন থাকে। পাখা বিহীন জাব পোকা ২৪ ঘন্টার মধ্যে বাচ্চা দিতে পারে। এরা সারা বছর বংশ বিস্তার করে।

আরও পড়ুন: মরিচের ফলছিদ্রকারী পোকা দমনের কৌশল

কারণ: র্পূনাঙ্গ ও নিম্ফ (বাচ্চা) পাতা, ফুল, কচি ফল ও ডগার রস চুষে খায়। অধিক আক্রমণে গাছের বাড়তি কমে যায়  এবং ফলন কম হয়। এ পোকা ভাইরাস রোগ ছড়ায়।

ক্ষতির লক্ষণ:
১. পূর্নাঙ্গ ও নিম্ফ পাতা, ফুল কচি ফল ও ডগার রস চুষে খায়।
২.  পাতা কুঁকড়ে যায়, গাছের বৃদ্ধি ও ফুল, ফল ধারণ বাধাগ্রস্থ হয়
৩. এ পোকা থেকে নি:সৃত মধুরসে কালো শুটি মোল্ড ছত্রাক জন্মায়।

আরও পড়ুন: মরিচের চাষ ও বিভিন্ন রোগ দমনের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা

পোকা দমন ব্যবস্থাপনা :
১. আক্রমণের প্রাথমিক অবস্থায় হাত দিয়ে পিষে মেরে ফেলতে হবে।
২. লেডি বার্ড বিটলের পূর্নাঙ্গ ও কীড়া (গ্লাব) এবং সিরফিড ফ্লাই এর কীড়া জাব পোকা খায় বিধায় এদের সংরক্ষণ ও সংখ্যা বাড়ানো গেলে জাবপোকা অতিদ্রুত খেয়ে ফেলে ।
৩. অনুমোদিত কীট নাশক ব্যবহার করা করতে হবে।

মরিচের জাব পোকা দমনের কৌশল শিরোনামে লেখাটির তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি