মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে রবিশস্য চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ২০২১-২০২২ আর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে চার হাজার কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, খেসারী, চিনা বাদাম, মসুর, মুগডাল, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

ইউএনও মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু প্রমুখ।

প্রণোদনা পেয়ে উপজেলার খাজুর গ্রামের ওয়াহেদ আলী, দেবীপুর গ্রামের আতোয়ার হোসেন ও মোস্তাক হোসেনসহ সুবিধাভোগী কৃষকরা কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এগ্রিকেয়ার/এমএইচ