ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মিষ্টিকুমড়ার কচি পাতা খাওয়া পোকা দমন করা নিয়ে চাষিদের নাজেহাল হতে হয়। এটি একটি প্রধান সমস্যা। সবুজ পাতা খেয়ে ফেলার ফলে ফলন কমে যায়, অনেক সময় গাছ মারা যেতে পারে। এ সমস্যা থেকে রক্ষা পেতে সামান্য কিছু করণীয় রয়েছে।

সমস্যা: মিষ্টিকুমড়ার পাতার সবুজ অংশ পোকায় খেয়ে ফেলা।

সমাধান: এ ধরনের সমস্যা কাটালে পোকা বা এপিল্যাকনা বিটল এর আক্রমনে হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় হাত দিয়ে কীড়া ও ডিম সংগ্রহ করে ধ্বংস করা যেতে পারে। আক্রমন অধিক হলে ম্যালাথিয়ন গ্রুপের ২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সঠিক নিয়মে স্প্রে করলে এ পোকা দমন করা যায়।

মিষ্টিকুমড়ার কচি পাতা খাওয়া পোকা দমন সংবাদের তথ্য কৃষিকথা থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ