কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দিন, সিকৃবি, এগ্রিকেয়ার২৪.কম: ‘মৃত্তিকা দূষণ করি অনুশাসন’ স্লোগানকে সামনে রেখে সিলেটে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়। বুধবার (৫ ডিসেম্বর) এ দিবস ‍উদযাপন করা হয়।

শোভাযাত্রা শেষে এসআরডিআই সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আলতাবুর রহমান।

সভায় বক্তারা মৃত্তিকা দূষণ বন্ধে সকলের সচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেন।

এসআরডিআই এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএআরআইএর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ এর অতিরিক্ত পরিচালক মোছা. কহিনুর বেগম।

আলোচনা সভার শুরুতে বিশ্ব মৃত্তিকা দিবস সম্পর্কিত ডকুমেন্টরি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন এসআরডিআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মেহেদী হাসান।