নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনার দুই গ্রামকে ‘মৎস্য গ্রাম’ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

জেলার দক্ষিণ বিশিউড়া ও শরীয়তপুরের হালইসার গ্রাম ‘মৎস্য গ্রাম’ ঘোষণা করা হয়েছে বলে এগ্রিকেয়ার২৪.কমকে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

আজ মঙ্গলবার (২২ জুন ২০২১) সকালে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মৎস্য) শ্যামল চন্দ্র কর্মকার গণমাধ্যমকে বলেন, মূলত এই দুই গ্রামকে মৎস্য চাষে একটি উদাহরণ হিসেবে তৈরি করা হবে। আধুনিক ও বৈজ্ঞানিক মৎস্য চাষে সবাইকে উদ্বুদ্ধ করা হবে। পরিত্যক্ত খাল বিল, জলাশয় মাছের আওতায় নিয়ে আসার কাজ সম্পাদন হবে।

তিনি বলেন, মৎস্য গ্রাম ঘোষণা করার আরেকটি অন্যতম কারণ হলো- ওই গ্রামের সবাইকে মাছ চাষে আগ্রহী করে তোলা। একটি গ্রামকে যখন মৎস্য গ্রাম ঘোষণা করা হয়, স্বাভাবিকভাবে সেখানের মানুষদের মাছ চাষের আওতায় নিয়ে আসা যাবে। আমাদের কর্মকর্তারা সেখানে যাবেন, সবাইকে পরামর্শ দেবেন। মানুষ যেন মাছ চাষে আগ্রহী হয়ে উঠেন সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। তাদের উপকরণ সহায়তা দেওয়া হবে।

এগ্রিকেয়ার/এমএইচ